শেয়ার করুন বন্ধুর সাথে
Robiul1727

Call

নবী হচ্ছেন তিনি যার ওপর আসমানী কিতাব নাযিল হয় নি. আর রাসূল হচ্ছেন তিনি যার ওপর আসমানী কিতাব নাযিল হয়েছে.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

নবী রাসুলের মধ্যে অনেক পার্থক্য আছে।তন্মধ্যে

কয়েকটি হলোঃ

(১)রাসুল হলেন যার উপর আসমানি কিতাব নাযিল হয়েছে।

 নবী হলেন যার উপর আসমানি কিতাব নাযিল হয়না।

(২) রাসুল স্বয়ংসম্পূর্ণ শরীয়ত নিয়ে আসেন।

 নবী পুর্ববর্তী রাসুলের শরীয়তের প্রসারের জন্য আসেন।

(৩) প্রায়শ নবী একেক জনগোষ্ঠীরর জন্য এসে থাকেন।

 রাসুল অনেক জনগোষ্ঠীর জন্য এসে থাকেন।

(৪)রাসুল নতুন শরীয়ত নিয়ে আসেন।

নবী আগের রাসুলের বা সমকালীন রাসুলের সাহায্যার্থে এসে থাকেন।(শরহে আক্বাইদে নাসাফী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ