শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

১। যোনি থেকে রক্তপাত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সঙ্গম এর পর এবং রজোবন্ধ হবার পরও যোনি থেকে রক্তক্ষরণ হয়। ২। স্রাব । এটি সাধারণত কলাবিশিষ্ট এবং সংক্রমনের সাথে সম্পর্কিত । রেচন স্বাদহীন এবং কখনও কখনও ভাতের মাড়ের মতো ( সামান্য চটচটে এবং দুধের মতো সাদা তরল ) অথবা রক্তের সাথে মিশে যেতে পারে। ৩। কম্প্রেশন উপসর্গ। যখন পরিমিত টিউমারের সন্নিহিত অঙ্গে চাপ দেয়া হয় তখন অনুরুপ চাপের উপসর্গ দেখা যাবে। উদাহরণস্বরূপ, যখন মূত্রাশয় এবং মূত্রনালীতে চাপ দেয়া হয় তখন জরুরী প্রস্রাব করা, ঘন ঘন মূত্রত্যাগ, প্রস্রাব এর সাথে রক্ত যাওয়া এসব ঘটতে পারে। মলদ্বারে চাপ দিলে মলত্যাগে অসুবিধা হতে পারে। পরিণত টিউমারের রোগীর ক্ষেত্রে মলের সাথে রক্ত যেতে পারে ইত্যাদি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ