Call

ইন্টারনেটে বসে ভাষাও শিখতে পারেন । যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন । আমি কিছু সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি । যা কোরিয়া যাবার ক্ষেত্রে সহায়ক । কোরিয়ান ভাষা শিক্ষার জন্য - http://www.ebs.co.kr/ http://world.kbs.co.kr/ http://ecamp.kdu.edu/ http://www.mntv.net/ http://www.topik.or.kr/ http://www.glokorean.org http://rki.kbs.co.kr/ কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবেন – http://www.cha.go.kr/ http://www.kous.or.kr/ কোরিয়ায় চাকুরী খুঁজে পেতে পারেন– http://www.womenpro.or.kr/ http://www.ufc.or.kr/ http://www.work.go.kr/ http://www.asiajobs77.com/q-factory-job-vacancy-in-south-korea http://www.desinaukari.net/2010/06/edcil-english-teachers-vacancy-in-korea.html

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MsKafi

Call

আপনি যেহেতু সহজ উপায় জানতে চেয়েছেন তাই বলছি, যদিও অনেকে চাইলে নেটে বিভিন্ন সাইট আছে যেখানে কোরিয়ান ভাষা শিখার ব্যবস্থা আছে সেখান থেকে শিখে নিতে পারেন, কিন্তু সহজ পথ চাইলে বলতে হবে এমন কোন কোচিং অথবা এমন কাউকে খুজে বের করুন যিনি কোরিয়ান ভাষায় দক্ষ, বিশেষ করে কোরিয়া যাওয়ার জন্য যে CBT পরীক্ষা দেওয়া হয় সে বিষয়ে । পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন, ব্যাকরণগত বেসিক নিয়ম নিতি ইত্যাদি সম্পর্কে ভাল ভাবে জানতে ও বুঝতে হবে । আর আপনার নিবিড় প্রচেষ্টা থাকলে ৩ থেকে ৪ মাসে অনেকটাই ভাল ভাবে শেষ করতে পারবেন । তারপর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে লটারিতে জয়ী হলে পরীক্ষা দিবেন, ভাল ভাবে উত্তীর্ণ হলে এবং প্রয়োজনীয় কাগজ পত্রে কোন ঝামেলা না থাকলে আপনার কোরিয়া যাওয়া অনেকটাই নিশ্চিত বলা যায় । আর আপনাকে আরো জানাচ্ছি যে আগামী ১৯ মে ২০১৪ থেকে ২২ মে ২০১৪ তারিখে কোরিয়ান ভাষা দক্ষতা যাচাই পরীক্ষার রেজিস্ট্রেশন তারিখ নির্ধারণ করা হয়েছে । চাইলে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ