Sanjoyrand1

Call

G.H. বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন:- GH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । GH হরমোনের কাজ হল : [i] মানবদেহের তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় । [ii] অস্থি ও তরুনাস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় । [iii] শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে । [iv] এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয় ।

Talk Doctor Online in Bissoy App