শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

প্রাণীদের উত্তেজনায় সাড়া দেওয়ার উদাহরণ হল :- (ক) চোখে হটাৎ উজ্জ্বল আলো পড়লে আমরা চোখ বন্ধ করি । (খ) ত্বকে অর্থাৎ চামড়ায় সুঁচ ফোটালে আমরা ব্যথাপাই ও মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের করি । (গ) একটি কেন্নোর গায়ে কাঠি দিয়ে স্পর্শ করলে কেন্নোটি তত্ক্ষণাৎ গুটিয়ে যায় । (ঘ) চলমান শামুকের মাংসল পায়ে একটি কাঠি দিয়ে স্পর্শ করলে শামুকটি তত্ক্ষণাৎ পা-টিকে খোলকের মধ্যে ঢুকিয়ে নেয় । প্রাণীদেহে এই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় । প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উদ্ভিদদেহে কোনও স্নায়ুতন্ত্র নেই, তবু এরা বাইরের বিভিন্ন উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়, যেমন : (ক) উদ্ভিদের কান্ড, শাখা-প্রশাখা প্রভৃতির আলোর দিকে বৃদ্ধি পাওয়া । (খ) পদ্মফুল দিনের আলোয় ফুটে আবার অন্ধকারে বুঁজে যায় । (গ) লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি তত্ক্ষণাৎ বুঁজে যায় । উদ্ভিদের এরকম উদ্দীপনায় সাড়া দেওয়া স্নায়ু তন্ত্রের সাহায্যে ঘটে না, এগুলি উদ্ভিদের একরকমের চলন [Movement] ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ