শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

(ক) প্রাণীদের রেচন পদার্থ তুলনামূলকভাবে বেশি জটিল এবং ক্ষতিকারক । (খ) প্রাণীদেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক বেশি হওয়ায় নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উত্পন্ন হয় । (গ) বেশির ভাগ প্রাণীদেহে রেচন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হওয়ায় প্রাণীরা রেচন পদার্থগুলিকে দেহ থেকে বার করে দেয় । (ঘ) বিশেষ কয়েকটি প্রাণীছাড়া প্রাণীদেহে রেচন পদার্থ সঞ্চিত থাকে না । (ঙ) প্রাণীদের রেচন পদার্থ পুনরায় ব্যবহৃত হয় না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ