Share with your friends
Erfan13

Call

অফলাইন Google Mail হল আপনি ইন্টারনেট ছাড়া G Mail ব্যবহার করতে পারবেন। কিন্তু কিভাবে?

আমি আজকে টিপসটা শিখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার Google Chrome ব্রাউসারটা লাগবে। না থাকলে নামিয়ে নিন

Google Chrome ইন্সটল করে আপনার Gmail ID দিয়ে ক্রোমে Login করুন।

এখন এখানে গিয়ে https://chrome.google.com/webstore/detail/gmail-offline/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk

ওপরে ডান পাশ থেকে Add to Chrome/+Free এ ক্লিক করুন।বুঝার জন্য স্ক্রীনশট দিলাম

 

ছোট একটি সফটওয়্যার ইন্সটল করতে বললে ইন্সটল করুন।

এখন ওপরে ডান পাশ থেকে Launch App-এ ক্লিক করুন।

নতুন একটি ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব এলে Allow offline mail সিলেক্ট করে Continue ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এখন অফলাইন মুডে Gmail চেক করতে চাইলে ক্রোমের Address বারে গিয়ে https://mail.google.com/mail/mu/mp/769/?mui=ca#tl/Inbox  লিখে Enter চাপুন। আর অফলাইন মুডে mail পাঠাতে চাইলে Compose ক্লিক করে মেইল লিখে Send ক্লিক করুন। যখনই আপনার ব্রাউসারে নেট কানেক্ট হবে তখনই আপনার মেইলটি Send হয়ে যাবে।

সম্পুর্ন পদ্ধতিটি স্ক্রীনশট দেখার জন্য লগ ইন করুন http://www.techtunes.com.bd/edutunes/tune-id/135251

Talk Doctor Online in Bissoy App