শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বা প্রসেসর হলো কম্পিউটারের মাথা। সিপিইউ’র উপর অনেকাংশে নির্ভর করে কম্পিউটারের পারফরমেন্স। তাই কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কম্পিউটারের অতি গুরুত্বপূর্ণ এই অংশটি সম্পর্কে ধারণা রাখা জরুরী।


সকেট:
সকেটের মাধ্যমে সিপিইউকে মাদার বোর্ডের সাথে সংযুক্ত করা হয়। মাদার বোর্ডের সকেটের সাথে সিপিইউ’র সকেট মিলছে কিনা কেনার সময় সেদিকে খেয়াল রাখতে হবে। উদাহরণ সরূপ বলা যায়-- আপনি যদি LGA 1366 সকেটের Intel Core i7 920 কিনতে চান তাহলে আপনার পিসির মাদারবোর্ডেও LGA 1366 সকেট থাকতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ