যে বাজার বা মার্কেটে কোম্পানির সিকিউরিটি/শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়,তাই শেয়ার বাজার।শেয়ার ছাড়াও শেয়ার বাজারে বন্ড,ডিবেঞ্চার কেনা-বেচা করা হয়।একে পুঁজি বাজারও বলে অনেকে।বাংলাদেশে দুটি মাধ্যমিক শেয়ার বাজার আছে।১.ঢাকা স্টক একচেঞ্জ ও ২.চট্রগ্রাম স্টক একচেঞ্জ।বাংলাদেশের শেয়ার বাজারে শেয়ারের মূল্য সর্বদা ওঠা-নামা করে।তাই যে কেউ মুহূর্তে ধনী/নিঃস্ব হয়ে যেতে পারে,যা ঝুঁকিপূর্ণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ