উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেন।
Share with your friends

ইংরাজি প্রশনে ৩ টা জিনিস থাকে। সেগুলো হলো subjact,verb,objact এর মধ্যে subjact প্রথমে থাকে। আর verb মাঝখানে থাকে। আর লাসটে থাকে objact আপনি এভাবে চিনতে পারেন।

Talk Doctor Online in Bissoy App

Subject ( কর্তা ) ; Sentence এ যে সক্রিয় হইয়া কোন কাজ করে তাকে Subject বা কর্তা বলে ।
যেমন : 

  •  I eat rice - আমি ভাত খাই ।
  • He goes to School - সে স্কুলে যায় ।
  • They are playing - তাহারা খেলিতেছে ।
  • The baby is sleeping - শিশুটি ঘুমাইতেছে ।
  • Nasima reads a book - নাছিমা বই পড়ে ।

 Subject চেনার উপায় : Verb কে -  কি/কে দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায় । যেমন উপরের Sentence গুলোর প্রমটিতে Verb কে কে দ্বারা প্রশ্ন করি । কে খায় ? উত্তর হল "আমি" এভাবে যথাক্রমে উত্তর পাওয়া যায় সে, তাহারা, শিশুটি এবং নাছিমা এগুলো হল Subject বা কর্তা ।

Talk Doctor Online in Bissoy App