শেয়ার করুন বন্ধুর সাথে
Call

Mid Level Management হল একটা প্রতিষ্ঠানের Management এর এমটা একটা স্তর যেটা ঐ প্রতিষ্ঠানের কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত থাকে। মূলত এরাই প্রতিষ্ঠানের পলিসি বাস্তবায়নে বেশি কাজ করে থাকে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে। উদাহরণ স্বরুপ আপনি একটা ব্যাংকের কথা ধরতে পারেন। ব্যাংকের যেকোন একটা শাখার ম্যানেজারকে আপনি Mid Level Management এর অংশ ধরে নিন।  Mid Level Manager দের কাজ হল তার অধস্তন কর্মীদেরকে দিয়ে কাজ আদায় করে নেয়া। Mid Level Manager রা Top Level থেকে Policy, Guideline, Target ইত্যাদি সম্পর্কে নির্দেশনা পাবে। তারপর সেই অনুযায়ী কর্মীদের দিয়ে কাজ আদায় করে নিবে। এবং নিজেদের কাজের জন্য উপরের লেভেলকে জবাবদিহী করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ