শুধু শীত বলে নয় গরম কালেও হাত পা ঠান্ডা থাকে। আমার লো প্রেসার আছে এর কারনে এমন হতো এর জন্য সকালে হাটি নিয়মিত খাই,কাচা ছোলা, কিসমিস, খুরমা খেজুর, হাসের ডিম, আখরোট খাবার স্যালাইন, পর্যাপ্ত পানিও পান করি। টেনশনে নাকি এমন হয় তবে তেমন একটা টেনশন করি না। মাথা ঝিমঝিম করে সবি লো প্রসার এর প্রভাব মেপেও দেখছি। আমার প্রশ্ন হলো এতো কিছু করার পরেও কেন এমন হচ্ছে। কেন প্রেসার বাড়ছে না। এসব লক্ষন নাকি নিরব ঘাতকের মতো কাজ করে তবে এ সমস্যা থেকে আমি কিভাবে পরিত্রান পেতে পারি বিশেষজ্ঞ কেউ থাকলে দয়া করে জানান এখন আমার কি করনীয়।
শেয়ার করুন বন্ধুর সাথে