আমি তাকবীরে তাহরীমা বাধতে যে আল্লাহু আকবার বলতে হয় সেখানে আমি উচ্চারণে ভুল করে বসি আমি ""আল্লাহু শব্দের ছোট হা টা"" টিকমতো উচ্চারণ করি নি...ইমাম সাহেব তখন রুকতে চলে যাচ্ছিলেন আমি আর পরে নামায ভেংগে আবার তাকবীরে তাহরীমা বাধিনি.. এই ভুল উচ্চারণের তাকবীরে তাহরীমা দিয়েই নামায শেষ করি..আমার নামায কি হয়েছে??
শেয়ার করুন বন্ধুর সাথে
Usaid

Call

আল্লাহু আকবার এর ছোট 'হা'টা উচ্চারণ তো করেছেন, কিন্তু ঠিকমতো হয়নি।  হ্যাঁ এর জন্য আপনার নামাযের কোন সমস্যা হয়নি।  কারণ, আল্লাহু আকবার এর অর্থ তো আর বিকৃত হয়ে যায়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোন মুক্তাদি নামাজে জামায়ত বদ্ধ হওয়ার সাথে সাথে এর পরবর্তী যে কোন ওয়াজিব তরক বা বাদ পড়লে তার সেটির জন্য কোন সাহু সিজদা বা কাফফারা দিতে হবে না।কারণ,তখন সমস্ত দায়িত্ব বর্তায় ইমামের  উপর।আর একাকি নামাজের ক্ষেত্রে নিজেরই কাফফারা দিতে হবে।আাশা কক্রা যায় ইনশাহ আল্লাহ আপনার  নামাজ হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ