আর হ্যাঁ যদি পারেন তাহলে বলবেন এই গানটির শিল্পী কে?
শেয়ার করুন বন্ধুর সাথে
nadimitu

Call

''হেলায় হেলায় কার্য নষ্ট রে'' ------------------------------- হেলায় হেলায় কার্য্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে।। পান চুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে কু' সমাজে গেরাম নষ্ট, খাতক নষ্ট সুদে। টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল অতি মায়ায় বধু নষ্ট, ধুলায় নষ্ট চুল রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট সমালোচনায় খেলা নষ্ট, জলে নষ্ট মাঠ। নভেল পড়ে যুবা নষ্ট, কাপড় নষ্ট তেলে স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। অনভ্যাসে বিদ্যা নষ্ট, গুলতে নষ্ট কালি নতুন জামাইর মজা নষ্ট, না থাকিলে শালি। স্বার্থ থাকলে পিরিত নষ্ট, ফুটায় নষ্ট খাল ছালির সুরমায় চক্ষু নষ্ট, দাগে নষ্ট গাল রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। বেশি খাইলে পেট নষ্ট, ধুলায় নষ্ট ধুতি টাকার লোভে সুনাম নষ্ট, অভাবে নষ্ট জাতি। হিংসা করলে ধর্ম নষ্ট, তর্কে নষ্ট বেলা দুলা ভাইয়ের আমোদ নষ্ট, না থাকিলে শালা রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। ফিনিশ মারলে পোকা নষ্ট, মরিচায় নষ্ট টিন কু' অভ্যাসে যৌবন নষ্ট, মেঘে নষ্ট দিন।। গুমান করিয়া হাতি নষ্ট, রাগে নষ্ট ময়না বিষ গৌরবে সর্প নষ্ট, আবে নষ্ট আয়না রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। আমল ছাড়া ইলিম নষ্ট, পোকায় নষ্ট আম কু' পাত্রে জিনিস নষ্ট, লজ্জায় নষ্ট কাম। নদীর কূলে বাড়ি নষ্ট, কখন ভাইঙ্গা যায় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায় রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। কু' বুলিতে জবান নষ্ট, শিলায় নষ্ট ধান কু' দর্শনে চক্ষু নষ্ট, কু' শ্রবণে কান। দানা নষ্ট অবিচারে, খাইলে নষ্ট রোজা দৌড় ছাড়িয়া ঘোড়া নষ্ট, বহে চিনির বোঝা রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে।। ভালা কথা নষ্ট হয়, বেয়াক্ষলের ধারে শ্বশুড় বাড়ির মজা নষ্ট, বেশি থাকলে পরে। #আমীর_উদ্দিন বলে আমার, নষ্ট কুলমান সবাই ইষ্ট বলো নষ্ট, গাইমু বন্ধুর গান রে।। হেলায় হেলায় কার্য্য নষ্ট রে। singer - Ashik

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

হেলাই হেলাই কার্য নষ্ট রে

হেলাই হেলাই কার্য নষ্ট রেঃ

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ