Itel it5230 এ সাপোর্ট করে এরকম কোনো Google Translate সফ্টওয়্যার নেই । তবে হতাশ হবেন না । আপনার Itel it5230 ফোন দিয়ে অন্য এক পদ্ধতিতে ফ্রিতেই ইংরেজী থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজী ট্রান্সলেট করতে পারবেন । আর সেটা হলোঃ ফেসবুক । ওপেরা মিনি দিয়ে ফেসবুক এ লগইন করুন । তারপর Bangla Dictionary & Translator লিখে সার্চ করুন । তারপর উপরেই একটি পেজ আসবে । সেটাতে লাইক দিয়ে ঐ পেজ এ ম্যাসেজ করে রিফ্রেশ করুন তাহলেই বাংলা লিখলে ইংরেজী এবং ইংরেজী লিখলে বাংলা হয়ে যাবে । বুঝতে অসুবিধা হলে মন্তব্য করুন ।

Talk Doctor Online in Bissoy App
Call

Java ফোনের জন্য অফিসিয়াল কোনো google translate app নেই । কিন্ত আপনি সরাসরি Google Translate এ গিয়ে যেকোনো শব্দ বাক্য Translate করতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App