কোমর ব্যাথা ও পেটে গ্যাসের সমস্যা হয় ডাকৃতার ভিটামিন ও ক্যালসিয়ামের পাশাপাশি Mecol দিয়েছে এটা নাকি পেশ্রাব এর সমস্যা দূর করে,  আমার অতিরিক্ত পেশ্রাব হয় দিনে ১০ - ১৫ বার এটা খেলে উপকার হবে কি? কোন পার্শপ্রতিক্রিয়া আছে? অন্য ডাক্তার বলল প্রেশ্রাব এর ঔষধ খেলে প্রেশ্রাব আটকে যেতে পারে  কোমর ব্যাথা হওয়ায় ১ বার পেশ্রাব আঠকে গিয়েছিল আগে, নল দিয়ে করলসলয়কদিন করে ঠিক হয়ে গিয়েছিল,  তাই ভয়ে আছি এখন আমার কি করনীয় অতিরিক্ত প্রেশ্রাবের সমস্যা দূর করতে?
Share with your friends
Jamiar

Call

অতিরিক্ত প্রসাবের জন্য উক্ত mecol ঔষধ ঠিকাছে তবে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা বলেন নি বা এই টেস্ট করেছে কিনা সেটাও বলেন নি। তবে উক্ত ঔষধ টি চিকিৎসক এর পরামর্শ নিয়ে নিয়মিত খান সমস্যা নেই। উক্ত mecol এর পার্শ্বপ্রতিক্রিয়া হলো যেমন অরুচি, বমি ভাব ও ডায়রিয়া এবং ত্বকে ফুসকুড়ি হতে পারে। এসব হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন।

Talk Doctor Online in Bissoy App