হয়তো আপনার ফোনটি হ্যাং করে সেজন্য ফোন স্লো হয়ে যায় বা কোন টাচ করলে কোন কিছুতে কাজ করে না।মোবাইল ফোন হ্যাং হওয়ার অনেক কারণ রয়েছে। তার মাঝে কিছু কারণ হচ্ছে: আপনি যদি অতিরিক্ত মেমোরি কার্ডের (Memory card /External Memory) পরিবর্তে ফোন মেমরিতে অর্থাৎ (Internal Memory/ROM) বেশি পরিমানে অ্যাপ্লিকেশন ইনষ্টল করেন তবে রোমের ঘাটতির কারণে ফোন হ্যাং হয়ে যেতে পারে। মোবাইলের স্পেস কম থাকলে আপনি এই ধরনের সমস্যা বেশি পরবেন। অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেকগুলো আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমরি (RAM) কম হলে মোবাইল হ্যাং হতে পারে। যদি কুকিজ, চিজ, লগ টাইপ ফাইল এবং অপ্রয়োজনিয় ফাইলগুলো নিয়ম করে পরিষ্কার করা না হয় তাহলে। কারণ এগুলো মেমরি জ্যাম করে মোবাইল হ্যাং হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আপনার মোবাইল কনফিগারেশন বা মেমরির কেপাবেলিটির তুলনায় ভারি অ্যাপলিকেশন, যেমন গেম, ভিডিও অ্যাপ চালালে মোবাইল হ্যাং হয় যেতে পারে। আরো কিছু কারণ: ১.নিয়ম মতো মোবাইল চার্জ না দেয়া। ২.লম্বা সময় ফোন ঘাটাঘাটি করা। ৩.ভারি ফাইল ডাউনলোড করা। ৪.হাত থেকে পরে গেলে। ৫.ইন্টারনাল কোনো সমস্যা হলে। তাই ফো কে ফাস্ট ররাখতে আপনার ফোন মেমরিকে যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন।। যে অ্যাপগুলো ব্যবহার করেন না, বা আপনার প্রয়োজন নেই সেগুলো আনইনষ্টল করে দিন। আপনার যতই সখ থাকুক যদি আপনার মোবাইলের (RAM) কম থাকে তাহলে কখনোই ভারি অ্যাপলিকেশন চালাবেন না। তাহলে আর ফোন হ্যাং হবে না।

Talk Doctor Online in Bissoy App