Call

ইসলামি বিধান মোতাবেক জমিতে উৎপাদিত ফসলের ওশর আদায় করা ফরয। গোচ্ছিত সম্পদ নেসাব পরিমান হলেই কেবল যাকাত আদায় করতে হয়। কিন্তু জমিতে যে ফসলই উদপাদিত হবে তার উপর ওশর আদায় করা ফরয। অন্যথায় সেই ফসল আপনার জন্য হারাম হবে। ওশর সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ হয়েছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য যমীন হতে উৎপন্ন করিয়েছি তা হতে দান করো। (সূরা বাক্বারা আয়াতঃ ২৬৭)। তিনি আরো ইরশাদ করেন, ফসল কাটার সময় তার হক (পবিত্র ওশর) আদায় করো। (সূরা আনআম আয়াতঃ ১৪১)। ওশর আদায়ের নিয়ম জমিতে উৎপাদিত ফসলের ওশর সাধারনত দুই ভাবে আদায় করা হয়। আপনি যে ফসল জমিতে রোপন করেছেন তাতে যদি আপনাকে পানির জন্য সেচ দিতে হয় তবে তার নেশাব এক রকম হয় আর যদি বৃষ্টির পানিতে সেই ফসল উৎপাদিত হয় তবে তার নেসাব ভিন্ন। আপনার জমির ফসল যদি সেচ দিয়ে উৎপাদিত হয় তবে ২০ ভাগের এক ভাগ ওশর আদায় করতে হবে। অর্থাৎ প্রতি ২০ মন ফসলের জন্য ১ মন ওশর বের করতে হবে। আর যদি আপনার ফসল উৎপাদনের জন্য কোন সেচের দরকার না হয় অর্থাৎ বৃষ্টির পানিতে ফসল উৎপাদিত হয় তবে সেই ফসলের ১০ ভাগের এক ভাগ ওশর আদায় করতে হবে। অর্থাৎ প্রতি ১০ মন ফসলের জন্য ১ মন ফসল আপনাকে ওশর হিসেব আদায় করতে হবে। এখন যদি এমন হয় যে, কিছু সেচ দিতে হয় আবার কিছু বৃষ্টির পানিতে হয় তবে যদি সেচের পরিমান বেশি হয় তবে ২০ ভাগের এক ভাগ ধরতে হবে। আর যদি বৃষ্টির পানি বেশি হয় তবে ১০ ভাগের এক ভাগ ধরে ওশর আদায় করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ