Call

মোবাইলের Speed slow হয়ে যাবে, হ্যাং মারবে,ইত্যাদি সমস্যা হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার মোবাইলের র‍্যাম এবং স্টোরেজ অনুযায়ী আপস ব্যাবহার করবেন,,মনে করেন আপনার ১ জিবি র‍্যামের ফোন আপনি বেশি আপ্স ইন্সটল করেছেন তাহলে ফোনটি স্লো হয়ে যাবে এবং মাঝে মাঝে হ্যাং করতে পারে....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call
আমার মতে ফোনে অধিকতর অ্যাপ ইন্সটল করলে তেমন কোন সমস্যা নেই। তবে একটি ফোনের স্টোরেজ স্পেস থাকে। এই স্টোরেজ স্পেস যদি ফুল হয়ে যায় অথবা স্টোরেজে মাত্র কিছু পরিমান স্পেস থাকে তাহলে নিম্নোক্ত কিছু সমস্যা হতে পারে। যেমন -
  • ফোন হ্যাং করা
  • ফোন স্লো হওয়া
  • ব্যাকগ্রাউন্ডে বেশি ইউজে ফোন গরম হবে
এছাড়া ফোনে কিছু অ্যাপ বা থার্ড পার্টি এপিকে রয়েছে যেগুলো ফোনের ক্ষতি করে। এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো Camera, Contacts, Location, Phone, Body sensor পারমিশন চায়। থার্ড অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ইন্সটলে এসব পারমিশন অন করলে ফোনের সিকিউরিটি এর বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।
এছাড়া এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যাটারি পাওয়ার ড্রেইন করে। এরফলে ব্যাটারি ব্যাক আপ এর বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। সুতরাং, প্রয়োজন ব্যাতীত কোন অ্যাপ ইন্সটল করবেন না এবং ফোনের স্টোরজে স্পেস রেখে ইন্সটল করুন। এছাড়া কোন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট থেকে ইন্সটল না করে Google Play store ব্যবহার করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ