শেয়ার করুন বন্ধুর সাথে

এরিস্টটল (Aristotle) এর প্রকৃত নাম এরিস্টটলই।তার কোন ডাকনাম নেই।যদি বলতেন প্লেটোর প্রকৃত নাম কি?তাহলে বলা যেত প্লেটোর প্রকৃত নাম এরিস্টোক্লেস (Aristocles)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এরিস্টটলঃ বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক। তাঁর প্রকৃত নাম প্রাচীন গ্রিক ভাষায়  Ἀριστοτέλης (আরিস্তোতেল্যাস)।

(জন্ম: খ্রিষ্টপূর্ব ৩৮৪ – মৃত্যু: ৭ই মার্চ, খ্রিষ্টপূর্ব ৩২২)। তাঁকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। এছাড়া প্লেটোর সাথে যৌথভাবে তাকে "পশ্চিমা দর্শনের জনক" বলে অভিহিত করা হয়। এরিস্টটল সক্রেটিস ও প্লেটোর দর্শনসহ তার পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ সমন্বয় দেখান।

তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ