Windows Insider Program কি ? কেউ জানলে বলুন...?
Share with your friends
Waruf

Call

আপনি কোন ক্ষেত্রে বলেছেন ঠিক বোঝা যাচ্ছেনা কিন্তু উইন্ডোজ ফাইল ডাউনলোড করতে গেলে ইনসাইডার প্রোগ্রাম নামে ১০-১৫ এমবির মত একটি সফটওয়্যার ডাউনলোড হয় এটির কথা বুঝিয়ে থাকলে বিষয়টি হচ্ছে, প্রায় সাড়ে তিন জিবির বেশি উইন্ডোজ ফাইল ডাউনলোড করতে বেশ সময় লাগে। এবং বাউন্স এটাক থেকে রক্ষা করতে এক্সট্রা একটি সফটওয়্যার তৈরি করেছে মাইক্রোসফট।  এটি উইন্ডোজ ফাইলকে ভিন্ন ভিন্ন ভাবে ডাউনলোড করে এবং ফাইল সিকিউর ভাবেই ডাউনলোড করে।  ডাউনলোড কমপ্লিট হলে অটোমেটিক আইসো ইমেজ অফলাইন হিসাবে প্রদান করে যা বার্ন করে ব্যবহার করা হয়। যেহেতু এটি ডাউনলোড সাহায্যকারী সফটওয়্যার তাই ইনসাইডার নামে পরিচিত। এটি ডাউনলোড শুরুর আগে কম্পিউটার কনফিগার চেক করে প্রয়োজনীয় ফাইলগুলি ডাউনলোডের অনুমতি দেয়। তবে এটি পুরাতন উইন্ডোজ জেনুইন কিনা সেটিও চেক করে অনুমতি দেয়।

Talk Doctor Online in Bissoy App