কমপক্ষে ৬-৭ টি দিবেন। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জিব্বেরেনিল হলো উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক হরমোন।জিব্বেরেনিলের কাজগুলো নিচে দেওয়া হলো:

  • উদ্ভিদের পর্বমধ্যগুলোকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে।
  • খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়।
  • বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে।
  • ফুল ফোটাতে জিব্বেরেনিল ব্যবহৃত হয়।
  • অঙ্কুরোদগমে এর ভূমিকা আছে।
  • বীজহীন ফল উৎপাদনে ভূমিকা রয়েছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চারাগাছ,বীজপএ বর্ধিঞ্চু অঞ্চলে এদের দেখা যায়।এর প্রভাবে উদ্ভিদের পর্বমম্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়।এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারন উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ