আমার কম্পিউটার প্রায়ই হঠাৎ করে বুট আউট হয়ে যাচ্ছিল। বায়ওস চেক করলেও হার্ড ডিস্ক শো করতে না। কয়েকদিন ব্যবহার বন্ধ রাখলে আবার নিজে থেকেই ঠিক হয়ে যেত। সপ্তাহ দু’এক আগে বারবার হ্যাং হয়ে যেত। নতুন করে উইন্ডোজ দিচ্ছিলাম। মাঝপথে হঠাৎ করে ফরম্যাট দেয়ার সময় দীর্ঘ সময় হ্যাং হয়ে থাকার কারণে, রিস্টার্ট দেয়ার চেষ্টা করেছিলাম। তখন আবার হার্ডডিস্ক পুরোপুরি ইনেক্টিভ হয়ে যায়। যার পর থেকে অদ্যাবধি হার্ডডিস্ক ইনেক্টিভ হয়ে আছে। কোনভাবেই বায়ওসে হার্ডডিস্ক দেখাচ্ছে না। আমার ধারণা হার্ডডিস্ক ক্র্যাশ করেছে। যদি করেও থাকে তথ্য পুনরুদ্ধারের কোনো সমাধান আদৌ কি আছে ? সমাধান জানালে খুবই উপকৃত হবো।


Share with your friends

হ্যাঁ, ডেটা রিকভার করা যায়, ঢাকায় বেশ কয়েকজন করে থাকে এই কাজ। যদি শুধু সার্কিট খারাপ হয় তাহলে খরচ কম পড়বে।


অন্যথায় ৩০০০ টাকা থেকে শুরু করে তার বেশিও খরচ হতে পারে রিকভারি করার জন্য।


ফেসবুকে কয়েকটা পেজ পেয়ে যাবেন খুঁজলে। দুয়েকটা নাম:


Data recovery company Dhaka,

Data recovery BD

Talk Doctor Online in Bissoy App