শেয়ার করুন বন্ধুর সাথে

মেহেদি পাতা ও লেবুর রস চুলে লাগালে চুল ঘন কালো হয়। ট্রাই করতে পারেন। *বইঃ ভেষজ চিকিৎসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভিটামিনের অভাবে এই সমস্যা হতে পারে। চুল পাকছে পাকুক তুলে ফেলবেন না আপনার পাক চুল।


পাকা চুলের বিরুদ্ধে কার্যকরী উপায় হলো: আমলকী, আমলকীতে আছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। খাবারে আমলকী রাখলে চুল পাকা বন্ধ হতে পারে। তাছাড়া মাথায় আমলকীর পেস্ট ১৫ থেকে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। 

মেহেদী ব্যাবহার করুন: চুল পাকলে মেহেদির ব্যবহার অনেকেই করেন। এটি প্রাকৃতিক রং এনে দিতে পারে। মেহেদির সঙ্গে কফি পাউডার, একটু দই ও লেবুর রস যুক্ত করে মাথায় লাগিয়ে দুই-দিন ঘণ্টা রাখলে উপকার হয়। পরে পানি ও শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হয়।

 লেবুর রস ও বাদামের তেল ব্যাবহার: বাদামের তেলের সঙ্গে লেবুর রসে মিশিয়ে চুলে লাগাতে হবে। এতে চুল পাকার হার কমবে।


মাথায় সরিষার তেল বা নারিকেল তেল ব্যাবহার করতে পারেন, এই আপনার চুল পাকানো কমাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ