শেয়ার করুন বন্ধুর সাথে
Habib96

Call

রাকআত শব্দটি আরবি৷ এর শাব্দিক অর্থ হলো-(নামাযের) রাকআত, মাথানতকরণ, গর্ত, গহবর ইত্যাদি৷ পরিভাষায় রাকআত বলা হয়- নামাযে মাথানত করণ অর্থাৎ সূরা-কেরআত পাঠের পর কোমর সোজা  রেখে মাথানত করা কে৷যেহেতু একটি পূর্ণ রোকন আদায়ে একবার মাথানত করার প্রয়োজন পড়ে একারণে তাকে এক রাকআত বলে৷ যে নামাযে দুবার মাথানত করণের প্রয়োজন পড়ে তাকে দু রাকআত নামায, আর যে নামাযে চারবার মাথানতকরণের প্রয়োজন পড়ে তাকে চার রাকআত বিশিষ্ট নামায বলে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ