শেয়ার করুন বন্ধুর সাথে
Rip0N

Call

Notch শব্দটির বাংলা অর্থ হচ্ছে খাঁজ কাটা । মানে যে ফোনের ডিসপ্লেতে ঠিক উপরের অংশের মাঝ বরাবর একটা খাঁজ কাটা থাকে সে ডিসপ্লেকে নচ ডিসপ্লে বলে । বর্তমানে অধিকাংশ ফোনে বিভিন্ন নচ যুক্ত করা হচ্ছে যেমন, ওয়াটার ড্রপ নচ। নচ ফোন শুধু দেখতেই দৃষ্টি নন্দন। এছাড়া নচ ফোনের আলাদা কোন বিশেষত্ত্ব নেই। নচ এর মাধ্যমে অতিরিক্ত কোন সুবিধা পাওয়া যায় না। বর্তমান সময়ে বাজারের বেশিরভাগ স্মার্টফোন গুলোই দৃষ্টি নন্দন করতে নচ যুক্ত করা হচ্ছে । আশা করি, নচ সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ