বুঝিয়ে বলুন।
Share with your friends

Call

ওটিজি হচ্ছে মোবাইল থেকে মেমোরিতে গান নেওয়ার ক্যাবল।এটি দিয়ে মেমেরি থেকে মোবাইলে গান ট্রান্সফার করা যায়। OTG ক্যাবলে মেমোরি ভরে তারপর করবেন।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

ওটিজি এমন এক প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার ফোনের সঙ্গে বিভিন্ন ইউএসবি ডিভাইস, যেমন- পেনড্রাইভ, মাউস, কিবোর্ডসহ অনেক কিছুই যুক্ত করতে পারবেন।



ওটিজির সর্বনিম্ন দাম ৩০ টাকা।

Talk Doctor Online in Bissoy App

Otg  এর পূর্ণরুপ হচ্ছে usb on the go. otg  হলো এমন সুবিধা যার মাধ্যমে আপনি আপনার otg সাপোর্টেড ফোনে  মাউস, কিবোর্ড, পেনড্রাইভ, প্রিন্টার, কার্ড রিডার, ইত্যাদি ব্যবহার করতে পারবেন। ভাল করে খেয়াল করুন আপনার মোবাইলটি যদি Otg সাপোর্ট করে কেবল তা হলেই আপনি otg  ব্যবহার করতে পারবেন। একটি ভাল মানের otg ক্যাবলের দাম ৫০ টাকা।

Talk Doctor Online in Bissoy App