শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
 মাসিক আয়/বেতনের উপর ভিত্তি করে সরাসরি কিছু
বলা যায় না। এমনও হতে পারে যে আপনার মাসিক আয়
৫০ হাজার টাকা কিন্তু আপনি ঋনী তাহলে তার উপর 
কোরবানি ওয়াজিব নয়। 

কারো উপর কুরবানি ওয়াজিব কিনা সেটা চেক করার সিস্টেম হচ্ছে আপনার দৈনন্দিন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত থাকা জমিজমা, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদির বিক্রয়মূল্য (এখন বিক্রি করতে গেলে যত মূল্য হয়) বের করা। এরপর স্বর্ণ-রূপার বিক্রয়মূল্য বের করা। যেসকল স্বর্ণ-রূপা নিয়মিত ব্যবহার করা হয় সেগুলোও এই হিসাবের মধ্যে আসবে। এরপর দৈনন্দিন থাকা-খাওয়া বাদে উদ্বৃত্ত থাকা ক্যাশ টাকার পরিমান বের করা। অতপর এই সবগুলোকে যোগ করে যদি ৫২-৫৫ হাজার টাকা বা এর বেশি হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব।
যাকাতের মত এই পরিমান সম্পদ ১ বছর সঞ্চিত থাকা শর্ত নয়।


# সংগৃহীত #
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ