Waruf

Call

মডুলেটরঃ যে যন্ত্রের সাহায্যে কোন তথ্য, ডেটা বা সংকেতকে বৈদ্যুতিক ওয়েবফর্ম বা ক্যারিয়ার সিগনালে পরিনত করা হয় তাকে মডুলেটর বলে। কম্পিউটারের ক্ষেত্রে বাইনারী ডিজিটাল সংকেতকে এনালগ সিগনালে পরিনত করাকে মডুলেশন বলে। আর যে ডিভাইস এটি করে তাকে মডুলেটর বলে।

ডিমডুলেশন ঃ মডুলেটর এর বিপরীত যে যন্ত্র ওয়েব ফর্ম বা ক্যারিয়ার সিগনালকে পুনরায় ডেটা সিগনালে পরিনত করে তাকে ডিমডুলেটর বলে। কম্পিউটার এ এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে পরিনত করার ডিভাইস কে ডিমডুলেটর বলে।
এম্পলিফায়ারঃ যে ইলেক্ট্রিনিক্স ডিভাইস ক্ষুদ্র সিগনালকে বিবর্ধিত করে বৃহত সিগনালে পরিণত করে তাকে এম্পলিফায়ার বলে। 
ট্রানজিসটর কে এম্পলিফায়ার হিসাবে ব্যবহার হয়।
একটি ট্রানজিসটর এর ইনপুট অর্থাৎ ইমিটার বেজ টার্মিনালে ক্ষুদ্র সিগনাল ইনপুট করে ট্রানজিসটর টি সম্মুখী ঝোক বা বায়াসে রাখলে। ক্ষুদ্র সিগনালের পজিটিভ চক্রে ট্রানজিসটর কালেক্ট্রর প্রায় ৯৫% ইলেক্ট্রন পটেনশিয়াল লাভ করে ফলে সিগনাল বিবর্ধিত হয় এবং ঋনাত্মক চক্রের সময় বেজ কারেন্ট ঋনাত্মক থাকায় রোধ বৃদ্ধি পায় ফলে ইমিটার -কালেক্টরে কোন ইলেক্ট্রন প্রবাহ না থাকায় নেগেটিভ চক্র বৃদ্ধি পায় এভাবে আউটপুটে বৃহত সিগনালের সৃষ্টি হয়। 
বিস্তারিত চিত্রসহ জানতে এখানে দেখতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ