Call

প্রবলেম হবে কিনা সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যেহেতু মাসিকের ডেট পার হয়ে আজ মাত্র ৬ দিন হয়েছে, এই অল্প সময়ের জন্য এত বিচলিত হবার কিছু নেই । আপনাকে আরো অপেক্ষা করতে হবে। আপনি কোন পদ্ধতি অবলম্বন করে শারিরিক সম্পর্ক করেছেন কিনা তা বলেন নি। যদি কোন পন্থা ছাড়াই মিলন করে থাকেন তবে এর জন্যও আপনার স্রাব এর এরকম হেরফের হতে পারে, সেক্ষেত্রে এই মুহুর্তে তা টেষ্ট করেও বোঝা যাবেনা । টেষ্ট এর জন্য আপনাকে প্রায় ২৩ দিন অপেক্ষা করতে হবে। আর যদি কোন পন্থা অবলম্বন করে মিলন করে থাকেন তাহলে তো কথাই নেই। মাসিক সময় মতো না হওয়ার পিছনে বিভিন্ন কারন থাকতে পারে, খাওয়া দাওয়া সমস্য, টেনশন বা অতিরিক্ত মানুষিক চাপ, এছাড়াও হঠাৎকরে শারিরিক বিভিন্ন হরমোনের তারতম্যের ফলেও ঋতূস্রাব এর সময়ের কিছুটা পরিবর্তন হতেই পারে, যেটা আপনার ক্ষেত্রেও হয়তবা ঘটেছে। এজন্য বিচলিত না হয়ে আরো কিছু সময় অপেক্ষা করুন। তারপরও সমাধান না পেলে একজন ডাক্তার এর পরামর্শ গ্রহন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

১৭ তারিখে মাসিকের সময় হলে ৯ তারিখ ছিলো অনিরাপদ সময় ছিলো।  আর যদি এই অনিরাপদ সময়ে কোন প্রটেকশন ছাডাই সহবাস করেন তাহলে প্রেগন্যান্ট হওয়ার আশঙ্কা থাকবে। আর যেহেতু আজ ৭ দিন হলো আপনি আগামী ১০/১২ দিন পর্যন্ত অপেক্ষা করুন এর মাঝেই মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন সঠিক নিয়েম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ