শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

যদি আপনার পাথরটি প্রাইমারী স্টোন হয়ে থাকে এবং আকার ২.৫ সেমি এর নিচে থাকে তাহলে প্রাথমিকভাবে এটি নির্মুল করা যায়। পদ্ধতিগুলি নিম্নরূপ : @প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন @দুধ ও দুধের তৈরি খাবার পুষ্টিকর হলেও সেসব খাবেন কম পরিমাণ @ক্যাফেইন এবং সোডা এড়িয়ে চলুন।  @ একগ্লাস  গরম জলে পুদিনাপাতার রস এবং ভিনেগার একত্রে করে সেটি খালি পেটে যেকোনো একবেলা পান করুন। @প্রতিদিন কমপক্ষে একটি করে আপেল খাবেন। @খাবারে অতিরিক্ত লবণ খাবেন না। @লেবুর রস এবং অশ্বগন্ধা পাউডার গরম জলে মিশিয়ে একবার করে পান করলেও ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ