আমি স্বপ্নে দেখলাম কবরের ভিতর থেকে কে জেন চিতকার করছে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় মানসিক চাপ থেকে আসে, শারীরিক বিভিন্ন ভারসাম্যের ব্যাঘাত ঘটলে সে অনুযায়ী এটা দেখা যায়, আসলে সারাদিন মনে যা কল্পনা করা হয় তার প্রভাবে রাতে স্বপ্ন দেখে। এসম্পর্কে বুখারি শরীফে রয়েছে, “মানুষের স্বপ্ন ৩ প্রকার, প্রথম মনের কল্পনা ও অভিজ্ঞতা, দ্বিতীয় শয়তানের ভয় প্রর্দশন ও কুমন্ত্রণা এবং সবার শেষে তৃতীয় তা হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ”[ সহীহ বুখারী-৭০১৭] ইসলামে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের কোন ব্যাখা হয়না। স্বপ্নের ব্যাখা নিয়ে যেসকল বই পাওয়া যায় তা সবই ভুয়া এবং ভিত্তিহীন। রসূল স. বলেছেন, “তোমার যদি ভালো স্বপ্ন দেখো যা তোমার পছন্দ তাহলে জেনে নিবে সে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে যেন আল্লাহর প্রশংসা করে এবং লোকের কাছে বর্ণনা করে । আর যদি কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না , তখন বুঝতে হবে সেটা শয়তান থেকে এসেছে তখন যে যেন আল্লাহ’র কাছে সাহায্য চায় এবং কারোও কাছে যেন বর্ণনা না করে তাহলে শয়তান তার কেনো ক্ষতি করতে পারবেন না” [ সহিহ বুখারী-৬৯৮৫] ইমাম ইবনে সীরীন রহ. বলেন, “যখন কেউ কোন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখবে তখন তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরে নেওয়া হবে,কারণ সে এমন এক জায়গায় অবস্থান করেছে যা সত্য ছাড়া কিছু নয়।"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ