শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

পাইলস বা গেজ মূলত অপারেশনের মাধ্যমেই পুরোপুরিভাবে ভাল হয়ে যায়। তবে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে পাইলসঘটিত রক্তগুচ্ছটিকে নষ্ট করে দেয়া যেতে পারে। ব্রেনলাইগেশন, লেজার থেরাপি, হিট কুয়াগুলেশন- বিভিন্ন প্রক্রিয়ায় এগুলোকে ধ্বংস করে দেয়া হয়।পাইলস যখন বাইরে ঝুলে পড়ে তখন শুধু ওষুধেরর মাধ্যমে এর চিকিৎসা সম্ভব নয়। যদি মাংসপিণ্ডটি ভেতরে ঢুকিয়ে দেয়া যায় তাহলে বিনা অপারেশনে রিং লাইগেশন পদ্ধতিতে এর চিকিৎসা সম্ভব। আর যদি মাংসপিণ্ডটি ভেতরে ঢুকান না যায় তাহলে অপারেশন করতে হবে। আপনার এমন সমস্যা হলে দেড়ি না করে চিকিৎসক এর পরামর্শ নিন। কোষ্ঠকাঠিন্য দূর করার চেষ্টা করুন, প্রচুর জল পান করুন,আশ যুক্ত খাবার খান,শাক, সবজি, সালাদ, ফল, ইসুপগুলের ভুসি, গমের ভুসি ইত্যাদি বেশিবেশি খান।এছাড়া আমার জ্ঞানমতে পাইলসের রক্ত বন্ধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার হয়ে আসছে। যেমন এনারক্সিল ১টি করে তিনবার ৫ দিন।ট্রানেক্স ক্যাপসুল ১টি করে ২ বার ৫ দিন।  তবে এগুলি চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ