শেয়ার করুন বন্ধুর সাথে

আউটসোর্সিং বলতে মক্তপেশাকে বোঝানো হয়ে থাকে । অর্থ্যাৎ ইন্টারনেট ভিক্তিক স্বশরীরে উপস্থিত না হয়ে ঘরে বসে অন্য দেশের বা প্রতিষ্ঠানের কাজ করা কে আউটসোর্সিং বা মুক্তপেশা বলে ।। এটা করার জন্য আপনাকে ইংরেজি ভাষা এবং ICT তে দক্ষ হতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রসার বাড়াতে এবং সময় বাঁচাতে নির্দিষ্ট কিছু কাজ অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি দ্বারা করিয়ে নেয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে। এর অর্থ মুক্ত পেশা। এটার কাজ হচ্ছে, আপনাকে জানতে ওয়েব ডিজাইন, হোস্টিং, ইকমার্স সফ্টওয়ার ডেভেলমেন্ট, ওয়েব ডেভেলপ করা, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং, ডেটা এন্ট্রি ইত্যাদি। তাহলে আপনি আউটসোর্সিং করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RiponBDclub

Call

অনলাইনে ইনকাম করার অনেক উপায় আছে:



➟ফ্রিল্যান্সিং


➟নিজের ওয়েবসাইট তৈরি

➟অ্যাফিলিয়েট মার্কেটিং

➟গ্রাফিক্স ডিজাইন

➟জরিপ, সার্চ ও রিভিউ

➟অনুবাদ

➟অনলাইন টিউটর

➟ওয়েব ডিজাইন

➟ব্লগিং

➟ইউটিউব

➟পিটিসি

➟ডেটা এন্ট্রি সহ আরও অনেক মাধ্যেমে আউটসোর্সিং করতে পারেন,


এগুলো আগে আপনাকে ভালো করে শিখতে হবে, তার জন্য সময় দরকার, তবেই ইনকাম করতে পারবেন।


তবে আপনি প্রথমে পিটিসি সাইট দিয়ে কাজ শুরু করতে পারেন, কারণ পিটিসি সাইট থেকে ইনকাম করতে কোন অভিজ্ঞার প্রয়োজন পরে না।

নিউবাক্স পিটিসি সাইটে খুব সহজেই এড দেখে ইনকাম করতে পারেন, আমি অন্যান্ন পিটিসি সাইটের ব্যাপারে বলতে পারব না, তবে নিউবাক্স ১00% পেমেন্টে দেয়, আমিশুধু এইটাতেই কাজ করি, ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে এড দেখেতে।


সাইন আপ করতে এখানে ক্লিক করুন আর বুঝতে সমস্যা হলে মেসেজে আসেন, অথবা কল মি-01959-408352 এবং ফেসবুকে আমি


অনেকে সাইন আপ করে বুঝতে পারেনা তাই কাজ বন্ধ করে দেয়, সেই জন্য বলব আপনি সাইনআপ করে আামার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা এখানে সুন্দর করে বিস্তারিত লেখা আছে। দেখতে এখানে কিল্ক করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে।একটা উদাহরণ দেয়া যাক,চীনের একটি কোম্পানি অনলাইনে একটি বিজ্ঞাপন দিল যে তারা ৫০ ডলারের বিনিময়ে একটি গ্রাফিকস ডিজাইন করে নিবে।এতে আপনিও আবেদন করলেন।তো এখানে আউটসোর্স করল কে?কোম্পানিটি বা ক্লায়েন্ট।তাহলে যে আউটসোর্স করে সে আউটসোর্সার,এখানে আউটসোর্সিং করল ক্লায়েন্ট।এখন ফ্রিলান্স করল কে?আপনি।তাহলে আপনাকে ফ্রিল্যান্সার বলা যায়।ফ্রিল্যান্সিং কোন কাজ নয়,একটি কাজের ধরণ মাত্র।যারা অন্যের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করে তাদের ফ্রিলান্সার বলে।এখন আপনি মুক্তভাবে যেটা কাজই করবেন সেটাই ফ্রিল্যান্সিং।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ