কেউ কি ভালো কিছু পেলে বেজার হয় ? অবশ্যই না। বিসিএস হল ১ম শ্রেণির সরকারি চাকুরি। বাংলাদেশে বিসিএসের উপর অার কোন সরকারি চাকুরি নেই। সচিব,ডিসি,ম্যাজিস্ট্রেট,টিনও,ইউএনও,সরকারি কলজের শিক্ষক,রাষ্টদূত কিংবা সরকারি বড় বড় পদে যারা থাকেন,তারা কিন্তু বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডাররা মোটা অংকের বেতন পান। যে বিসিএসে চান্স পায় তার কারণে তার পিতামাতা,ভাইবোন,অাত্নীয়স্বজন অন্যদের কাছে ভালো সম্মান পান। এছাড়া যে পাড়া বা মহল্লা থেকে বিসিএস ক্যাডার হয়, সে পাড়া মহল্লার সুনাম হয়। ভালো স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্সের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এজন্য কেউ বিসিএস বা অন্য কোথাও চান্স পেলে পরিবার কিংবা চারপাশে হৈচৈ পড়ে এবং অানন্দের বন্যা বয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ