পুরুষের বীর্যে থাকা শুক্রাণু, নারীর জরায়ুতে থাকা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারলেই, নারীর প্রেগন্যান্ট হওয়া সম্ভব। আর এজন্য একরাতে একাধিক বার সহবাসের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সঠিক সময় খুজে বের করে সে সময় সহবাস করা। মাসিক শেষ হওয়ার পর থেকে শুরু করে পরবর্তী ১৫/১৬ দিন পর্যন্ত, সম্ভব হলে প্রতিদিন অথবা ১ দিন পর পর যৌন মিলন করুন। উপরওয়ালা চাহেতো, সন্তান কনসিভ হবে। *আর সহবাসের উপযুক্ত সময়তো তখনি, যখন সহবাস অবস্থায় কেউ এসে ডিস্টার্ব করা, ডাক দেয়া বা দেখে ফেলার ভয় না থাকে। নিজেদের মত করে সহবাস করা যায়। হতে পারে সেটা শেষ রাত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ