শেয়ার করুন বন্ধুর সাথে

তালাক পতিত হ‌ওয়ার জন্য দেনমোহর পরিশোধ করা বা সাক্ষী থাকা আবশ্যক নয়। সুতরাং যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়ার সময় মোহর পরিশোধ না করে থাকে বা কোন সাক্ষী না থাকে,তাহলেও তালাক হয়ে যাবে।তবে স্ত্রীর নির্ধারিত মোহরানা পরিশোধ করতে হবে,যদি সহবাস হয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে এমন স্থানে একত্রিত হয়ে থাকে যেখানে সহবাসের কোন প্রতিবন্ধকতা ছিলনা।আর এমন না হলে অর্ধেক মোহর পরিশোধ করতে হবে।এটা শরয়ী নীতিমালা।

তথ্যসূত্র সাক্ষী,এখানে।মোহর, হেদায়া ২/৩২৪

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ