আজ 20 টাকা দিয়ে একটা গোলাপ জল কিনলাম,কিন্তূ এটি কি রূপচর্চা,চিকিৎসা ও অন্যন্য ক্ষেত্রে কি কি উপকারে আসবে বিস্তারিত বলেন ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রূপচর্চা এর জন্য এই লিংক এ প্রবেশ করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জেনে নিন গোলাপ জলের কাজ ও উপকারিতাঃ ১. গোলাপজল টোনারের কাজ করে ঃ গোলাপজলকে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন এটি ত্বকের পিএইচ ভারসাম্য কে ঠিক রাখে। ফেসিয়ালের সময় ব্যবহার করুন ব্রন কমে যাবে এবং ব্রন ওঠাও কমবে। এবং ফেসিয়ালের পর যদি মুখে ফুসকুড়ি হয় তাহলে গোলাপজল লাগিয়ে নিন কমে যাবে। ২. গোলাপজল ও তৈলাক্ত ত্বকঃ তৈলাক্ত ত্বকের সমস্যা অনেকেরই আছে এর ফলে নানান সমস্যায় পড়তে হয়।অনেক কিছু করেও অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করা যায়না।এই অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করুন গোলাপজল অনেকটাই মুক্তি পাবেন।গোলাপজল অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করে আর ত্বকের ছিদ্র গুলিকে প্রয়োজন মত খুলে দেয় যার ফলে বাতাস চলাচল করতে পারে। ৩. গোলাপজল ও ক্লিনজার ঃ টোনারের সঙ্গে ক্লিনজার হিসাবেও খুব ভালো কাজ করে গোলাপজল।ফেসওয়াশ দিয়ে মেকআপ তোলার পরিবর্তে গোলাপজল ব্যবহার করুন এতে সুন্দর ভাবে মেকআপ উঠে যায় আর ত্বক নরমও থাকে।এছাড়াও মুখে জমে থাকা ময়লা যেগুলো সাধারণ ভাবে ওঠেনা সেগুলোকে গোলাপজল খুব সুন্দর ভাবে তুলে ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। হেলদি্ স্কিনের জন্য সবথেকে আগে দরকার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার রাখা।এই ময়লা জমে নানারকম সমস্যা আসতে থাকে তাই স্কিনকে আগে পরিষ্কার করুন গোলাপজল দিয়ে। ৪.গোলাপজল ক্লান্তি দূর করেঃ অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগে? এতেও ব্যবহার করুন গোলাপজল।স্নানের জলে একটু গোলাপজল মিশিয়ে স্নান করুন দেখবেন অনেক ফ্রেশ লাগছে।এতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীর ও মনের ক্লান্তি দূর করে এক সতেজ অনুভূতি দেয়। ৫. গোলাপজল ও ত্বকের সমস্যাঃ গোলাপজলে রয়েছে অ্যাণ্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বককে সুন্দর রাখার পাশপাশি ত্বকের বিভিন্ন রোগ যেমন ডারমাটাইটিস এর মত রোগ সারাতে সাহায্য করে। ৬. গোলাপজল ও বিভিন্ন দাগঃ এছাড়াও ব্রন বা অন্যান্য ফুসকুড়ি, বিভিন্ন দাগ, ত্বক ফেটে যাওয়া, ডার্ক সার্কেলের মত সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করে। ৭. গোলাপজল ঘুমোতে সাহায্য করেঃ আপনার কি ঘুমের সমস্যা আছে? কিছুতেই ভালো ঘুম হয়না? আর ওষুধ খেতেও ভালো লাগেনা? তাহলেও ব্যবহার করুন গোলাপজল। বালিশে কয়েকফোঁটা গোলাপজল দিন এর মিষ্টি সুবাস আপনার মেজাজ ফুরফুরে করে আপনকে ভালো ঘুমোতে সাহায্য করে। ৮. গোলাপজল ও শুষ্ক ত্বকঃ ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে বা শুষ্ক ত্বক? চিন্তা নেই লাগান গোলাপজল এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ফলে ত্বক তার নিজের আদ্রতা ফিরে পায়। আপনার ত্বক হয়ে উঠবে দারুণ মসৃণ। ৯. গোলাপজল ও অন্যান্য সমস্যাঃ ছেলেদের শেভিং করার পর ত্বক শুষ্ক,লাল হয়ে যায়।অনেক সময় চুলকানি হয় এই সমস্যা থেকে আপনকে মুক্তি দেবে গোলাপজল।ত্বককে নরম তো করবেই তার সঙ্গে একটা সুন্দর উজ্জলতা দেবে যা বাজারের ক্রিমের থেকে অনেক ভালো কাজ করবে। ১০. গোলাপজল চুলের জন্যঃ সবশেষে বলব গোলাপজলের খুব ভালো গুণ হল এটি ত্বকের সঙ্গে চুলেরও খেয়াল রাখে। লম্বা চুলের স্বপ্ন সবারই থাকে কিন্তু এই চুল মনের মত করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়। যদি চুল সহজে না বারে তাহলেও গোলাপজল আর যদি খুশকির সমস্যা থাকে তাহলেও গোলাপজল ম্যাজিকের মত কাজ করবে।একটু গোলাপজল আর একটু নারকেল তেল নিয়ে খুশকির জায়গায় দিন হালকা ম্যাসাজ করুন  দেখবেন কিছু দিনের মধ্যেই খুশকি উধাও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গোলাপজল ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বক হতে ব্রন, র‍্যাশ, ছত্রাকের আক্রমোন জনিত সমস্যা ইত্যাদি অতি সহজেই দূর করে দেবে। মুখের তৈলাক্ততা দূর করতে দারুণ টোনার হিসেবে কাজ করে এটি। এছাড়া ত্বকে আনবে অন্যান্য ঔজ্জ্বল্য ও সজীবতা। মুখে, হাতে গোলাপজল এই শীতে হালকা করে নিলে এটি মায়েশ্চারাইজিং এরও কাজ করবে।  গোলাপজলকে সুগন্ধের জন্যও ব্যবহার করা যায়। একটা স্প্রে বোতলে ঢুকিয়ে ঘরে, গাড়িতে স্প্রে করলে দারুণ লাগে। আবার বালিশে স্প্রে করে নিয়ে ঘুমালে ঘুম অত্যন্ত প্রশান্তির হয়। এর ঘ্রাণ ঘুম দ্রুত আনতে গভীর করতে সাহায্য করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ