শেয়ার করুন বন্ধুর সাথে

যে সকল ধাতু বিভিন্ন প্রতিকুল অবস্থায় যেমন, বৃষ্টি, কুয়াশা কাদা ধুলা-বালি ইত্যাদি তে সহজে নষ্ট হয় না সেই সকল ধাতুকে অভিজাত ধাতু বলা হয়। যেমন, Au, Pb, Hg, Pt, As, Rb, Cs অভিজাত ধাতু।

অন্যভাবে বলা যায় যেসকল ধাতু দিয়ে বিশেষ দ্রব্য তৈরী করা হয় তাদের অভিজাত ধাতু বলে।যেমন-সোনা,রূপা;এগুলো দিয়ে বিশেষ দ্রব্য তৈরী করা হয়।

আর প্রথমে উল্লিখিত কারণে এদের অভিজাত ধাতু বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ