শিশুদের ডেনা উঠা কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

এটা, একটা হাড়ের উপর আরেকটা হাড় ওঠা। এটা হলে  শিশুরা অতিরিক্ত কান্না করে। বলা যায় কান্নায় অস্থির হয়ে যায়। এটা হলে হাতে তেল নিয়ে খুব ধীরে ধীরে নামাতে হয়। যা সবাই করতে পারে না। মহিলারা এসব কাজ ভালো পারে। এটা কাধের দিকে হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ