আমার DC 12V 5W একটি ফ্যান আছে যা বর্তমানে ব্যাটারির মাধ্যমে চালাই৷ বাসায় নতুন IPS নেয়া হয়েছে, IPS লাইন ও বিদ্যুৎ লাইন একটাই৷এখন আমি জানতে চাচ্ছি এই ফ্যান IPS দিয়ে চলবে কিনা? এবং বিদ্যুৎ আসলে ফ্যানের কোন সমস্যা হবে কিনা? হলে রোধের উপায় কি?
Share with your friends

সাধারণ আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যাবহার করি তা AC আবার আইপিএস এর আউটপুট AC যদিও লোডসেডিং এর সময় ব্যাটারি (DC) সাপ্লাই গ্রহন করে। এর ভোল্টেজ ২২০ - ২৩০।

আপনার মটরটি DC ১২ ভোল্ট।
এখন আপনার করনিয় হচ্ছে একটি ট্রান্সফরমার নিবেন ২২০ টু ১২ ভোল্ট। এবার নিজে না পারলে টেকনিশিয়ান এর মাধ্যমে ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে এর সাথে ১৬ ভোল্ট ১০০mf ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যাবহার করে মটরে (ফ্যানে) কানেকশন করবেন। আর ট্রান্সফরমারের ইনপুট আইপিএস এর আউটপুটের সাথে কানেকশন করবেন।
Talk Doctor Online in Bissoy App