শেয়ার করুন বন্ধুর সাথে
NayemMonir

Call

ক্রিকেট খেলায় বল সুইং করানো বোলারের এক নিজস্ব শিল্প।  ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বল সুইংয়ের সম্ভাবনা বেড়ে যায়। উষ্ণ বায়ুর তুলনায় ঠাণ্ডা বায়ুর ঘনত্ব বেশি বলে এমনটা হয়। বল ছোড়ার আগে বোলারের হাতের অবস্থান উঁচু হলে তিনি অপেক্ষাকৃত বেশি সুবিধা পেয়ে থাকেন। বলের সেলাই যথাসম্ভব খাড়াভাবে রেখে ছোড়া হলে পাশভেদে মসৃণ-অমসৃণ বল সবচেয়ে বেশি বাঁক নেবে। স্বাভাবিক সুইংয়ের জন্য উপযুক্ত গতিবেগ হলো ঘণ্টায় ৭০ মাইল। এর বেশি হলে বল স্বাভাবিকভাবে বাঁক খায় না। বাতাস কেটে দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার সময় বায়ুর এক পাতলা স্তর বলকে ঘিরে ধরে। বলের অপ্রতিসমতার কারণে এক পাশের তুলনায় অপর পাশের বায়ুস্তর আগে সরে যায়। যে পাশে বাতাসের ধাক্কা বেশি থাকে বল সেদিকেই বাঁক নেয়। প্রচলিত সুইংয়ের জন্য বোলার যখন বলের সেলাই অংশটি স্লিপের দিকে হেলিয়ে ছুড়ে মারেন তখন আউট সুইং আর যখন ফাইন লেগের দিকে হেলিয়ে রাখেন তখন ইন সুইং হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ