শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই,,,,, প্রথমতঃ যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই। তা হলো-‘বুদ্ধিমত্তা ও সৎ স্বভাবের অধিকারী হওয়া এবং পাপাচারী, বেদআতি ও দুনিয়াসক্ত না হওয়া। আর দ্বিতীয়তঃ  পাঁচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়। তা হলো-মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ ব্যক্তি। কোরআনে সুস্পষ্ট ঘোষণা এসেছে।সুরা তাওবা : ১১৯ ইরশাদ হচ্ছে-‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। রাসুলুল্লাহ (সা.)বলেছেন-‘মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী নির্বাচন করবে না। ‘ (তিরমিজি) আরো বলা হয়েছে সুরা আলে ইমরান : ২৮ -‘মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ