শেয়ার করুন বন্ধুর সাথে

নাপাকি মূলত দু প্রকার। ১। নাজাসাতে গলিজা (কঠোর বিধান সম্পর্কিত নাপাকি)। যথা : মানুষের মলমূত্র, মানুষ ও প্রাণীকুলের রক্ত, বীর্য, মদ ও সব ধরনের প্রাণীর মল। এগুলো নাজাসাতে গলিজা। ২। নাজাসাতে খফিফা (তুলনামূল শিথিল বিধান সম্পর্কিত)। যথা : গরু, মহিষ, বকরিসহ সকল প্রকার হালাল প্রাণীর পেশাব। এগুলো নাজাসাতে খফিফা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ