বিস্তারিত জানতে চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে

গাজ ওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তানের সাথে জিহাদ সংঘটিত হওয়ার অন্যতম নিদর্শন হলো ঈসা আ. এগমন। এ বিষয় হাদীসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলা্‌ইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। একটি দল হলো, যারা হিন্দুস্তানে জিহাদ করবে এবং ঈসা আ. এর সাথে থাকবে। সুনানে নাসায়ী, হাদীস ৩১৭৫। হাদীসের আরবী পাঠ নিম্নরূপ : 3 - عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : عِصَابَتَانِ مِنْ أُمَّتِي أَحْرَزَهُمْ اللَّهُ مِنْ النَّارِ : عِصَابَةٌ تَغْزُو الْهِند تَكُونُ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلَام . رواه أحمد (5/278) ، والنسائي (3175) .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ