শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলাদেশেও রয়েছে অনেক ক্ষমতাধর এবং বিপুল ধনী ব্যাক্তিবর্গ। যারা নিজ নিজ কর্ম ক্ষেত্রের দ্বারা এই দেশকে অনেক বড় স্থানে নিয়ে যেতে পেরেছেন। চলুন কয়েকজন শীর্ষ ধনী ব্যাক্তির সাথে পরিচিত হওয়া যাক। ১. মূসা বিন শমসেরঃ  তিনি প্রিন্স মূসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের এর মালিক। তিনি প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক। ২. সালমান এফ রহমানঃ  বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। ৩. আহমেদ আকবর সোবহানঃ  তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক। মুসবিন শামসের জীবনী - https://bn.m.wikipedia.org/wiki/মুসা_বিন_শমসের আহমেদ আকবর সোবহানের জীবনী - https://bn.m.wikipedia.org/wiki/আহমেদ_আকবর_সোবহান সালমান এফ রহমান সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ