শেয়ার করুন বন্ধুর সাথে

হামদার্দের "দাওয়ায়ে একজিমা"


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

এলার্জির জন্য ওষুধ খেতে হবে। আর দাউদের জন্য গ্যাগোজিমা মলমটি ব্যবহার করতে পারেন। দাম ২৫-- ৩০ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যে রোগ গুলোর কথা বলছেন তার সবই চর্মরোগ । চর্মরোগের মহাঔষধ হচ্ছে নিমপাতা, যার রয়েছে আশ্চর্য গুণক্ষমতা । আপনি ব্যবহার করে দেখতে পারেন ।এটা প্রাকৃতিক এবং স্থায়ী চিকিৎসা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
simpleboy

Call

এলার্জিকে গুডবাই জানান
আজীবনের জন্য। যা করতে হবে
আপনাকে -
১) ১ কেজি নিম পাতা ভালো করে
রোদে শুকিয়ে নিন।
২) শুকনো নিম পাতা পাটায় পিষে
গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো
একটি কৌটায় ভরে রাখুন।
৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা
চামচের তিন ভাগের এক ভাগ নিম
পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১
গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে
রাখুন।
৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো
করে নাড়ুন।
৫) প্রতি দিন সকালে খালি পেটে,
দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার
আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা
খেতে হবে।
৬) কার্যকারীতা শুরু হতে ১ মাস
লেগে যেতে পারে। ইনশাআল্লাহ
ভালো হয়ে যাবে,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ