শেয়ার করুন বন্ধুর সাথে

সূরা ফাতিহা এবং শিফা উভয়ই রোগ মুক্তির দোয়া। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কুরআন মানুষের কল্যাণে নাজিল হয়েছে। মানুষের জীবনে এমন কিছু নেই যা কুরআনের আলোচনায় আসেনি। এ কুরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ-ব্যাধির জন্য শিফা স্বরূপ। তাই এ সব আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিৎ। রোগ থেকে মুক্তি লাভের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। রোগ-ব্যাধি থেকে শিফা লাভে কয়েকটি আয়াত তুলে ধরা হলোঃ- ক. সুরা ফাতিহা তিলাওয়াত। খ. সূরা তাওবার ১৪ নং আয়াত। গ. সুরা ইউনুসের ৫৭ নং আয়াত। ঘ. সুরা নহলের ৬৯ নং আয়াত। ঙ. সুরা শুআরার ৮০ নং আয়াত। চ. সুরা বনি ইসরাঈলের ৮২ নং আয়াত। এজন্য সুরাতুল ফাতিহাকে সুরাতুল শিফা বা উম্মুল কুরআন বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ