Call

 পার্সোনাল আ্যাসিস্টেন্ট হচ্ছে - ব্যাক্তিগত সহকারি। একে দিয়ে তার মনিব যে কোন কাজ করাতে পারে। দাপ্তরিক কাজ থেকে চা-নাস্তা দেয়া সব কিছুই। পক্ষান্তরে পার্সোনাল সেক্রেটারি হচ্ছে- ব্যাক্তিগত সচিব। সে শুধুমাত্র দাপ্তরিক কাজকর্মের জন্য নিয়োগকৃত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার জানামতে দুটো শব্দ হল Interchangeable. মানে যে Personal Assistant বা  PA তাকেই Personal Secretary অথবা PA বলা যায়। কিন্তু একেক অফিসে একেক নাম ব্যবহার করা হয়। যেমন আপনার স্যারকে আপনি স্যার বলেন। আবার অন্য অফিসে সবাই বস বলে - ব্যাপারটা কিছুটা এই রকম।  আবার ধরুন Receptionist কে আধুনিক অফিসে বলে Front Desk Manager. তেমনি ভাবে PA বা PS ও একই ব্যাপার। কিন্তু সে কি কাজ করবে সেটা তার Duties and responsibilities এ উল্লেখ করা থাকবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ