শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি তরিকত সম্পর্কিত প্রধান কিছু বইয়ের নাম জানতে চেয়েছেন। নিম্নে কিছু বইয়ের নাম দেয়া হলো : ১। তাসাউফ তত্ত্ব ও বিশ্লেষণ ২। আল্লাহ ওয়ালা ৩। সবর ও শোকর ৪। মুকাশাফাতুল কুলুব ৫। রুহের তাসাউফ ৬। জীবনের শ্রেষ্ঠ সম্পদ ৭। গুনাহ তাওবা, অভিশাপ ও রহমত। আল্লামা ইবনে তাইমিয়া রহ. এর দৃষ্টিতে তাসাউফ ৮। ইসলাহী খুতুবাত। বইগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। http://asunjani.com/bn/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%89%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF/ তবে জেনে রাখা প্রয়োজন, তরিকত অর্থ পথ, পদ্ধতি, বিধি বিধান। যে পথে চললে যে বিধি নিষেধ মেনে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তাই তরিকত। তরিকত স্বতন্ত্র কিছু নয়। পরিভাষায় এটাকে তাসাউফ বলা হয়। হৃদয় থেকে যাবতীয় আবিলতা বিদূরীত করে যাবতীয় ভালো গুণ দ্বারা সজ্জিত করে হৃদয়শুদ্ধি বা আত্মশুদ্ধি করণের নামই হলো তরিকত বা তাসাউফ। শরীয়ত তরীকত স্বতন্ত্র কিছু নয়। বরং তরিকত শরীয়তেরই একটি অংশ। সমাজে শরীয়ত ও তরীকতের মাঝে বিভাজনের যে চিত্র লক্ষ করা যায় তার সবই কুসংস্কার ও অপাঙক্তেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ